কেরুজ জেনারেল ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন আজ

তিনটি পদে প্রতিদন্দ্বিতা করছেন ৬ জন : ২০ জন বিনাপ্রতিদন্দ্বিতায় নির্বাচিত

 

দর্শনা অফিস: কেরুজ চিনিকলের জেনারেল ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আজ রোববার। সকাল ন’টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্লাবে তিনটি বুথে ভোট গ্রহণ করা হবে। এ লক্ষ্যে গত গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সাধারণসভায় আয়ুব আলী রাজুকে চেয়ারম্যান মনোনীত করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির অন্যানের মধ্যে রয়েছেন- সদস্য সচিব আয়ুব আলী সন্টু, সদস্য আব্দুর রব মুন্সি, গোপাল চন্দ্র সাহা ও আনোয়ার হোসেন খান। নির্বাচন পরিচালনা কমিটির ঘোষিত তফশিল অনুযায়ী গত ১২ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৩ তারিখ ছিলো ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির শেষ দিন। ১৪ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১৫ তারিখে প্রার্থীদের মাঝে মনোননয়নপত্র সরবরাহ, একই দিন মনোনয়নপত্র দাখিল, ১৬ তারিখে মনোনয়নপত্র বাছাই ও প্রতীক বরাদ্দ। ১৭ তারিখে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিলো। ১৮ তারিখে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। আজ ২২ সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে। পদাধিকার বলে এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মিলের মহাব্যবস্থাপক (প্রসাশনক) আব্দুল কাইয়ুম। এছাড়া সহসভাপতি পদে প্রতিদন্দ্বিতা করছেন দুজন। এরা হলেন- রেজাউল করিম (হারিকেন) ও বাবর আলী (গোলাপফুল) প্রতীকে। সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিআইসি শাহআলম। সহসাধারণ সম্পাদক পদে আশকার আলী (আনারস) ও আসাদুল হক (আম) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্রীড়া সম্পাদক আতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইদ্রিস আলী (কলম) ও দারুল ইসলাম (কাপপিরিস) প্রতীকে। এ ছাড়া ৫ সদস্য আরিফুল ইসলাম, আসাদুল হক ব্যাকা, শাহআলম, হারেজ উদ্দিন ও হারিজুল ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে ৪৯১ জন ভোটার গোপন ব্যালোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন।