একসঙ্গে কবর দিও

 

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে এক প্রেমিক যুগল আত্মহত্যা করেছে। রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরী হাট এলাকায় গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে। নিজেদের বাড়ির পেছনের পুকুর পাড় থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, রমজান আলী (২০) ও সুখী আকতার (১৬) আত্মহত্যার আগে স্বজনদের উদ্দেশে এক চিরকুটে লিখে যায় ‘একসঙ্গে কবর দিও’। বাড়ির পেছনে একটি জাম গাছে শাড়ি দিয়ে ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে তারা তাদের কোমরও একসঙ্গে বেঁধে রাখেন। স্থানীয়রা জানান, নিহতরা একে অপরকে পছন্দ করতেন। বৃহস্পতিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন তারা। পুলিশ জানান, নিহতরা তাদের এ মৃত্যুর জন্য ‘কেউ দায়ী নয়’ উল্লেখ করে একটি চিরকুটে তাদের লাশ একসঙ্গে দাফন করার অনুরোধ জানিয়ে গেছে।