স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলতলা বাজার থেকে দুটি শর্টগান, ১৪ রাউন্ড গুলি, ছয়টি বিয়ার ও প্রাইভেটকারসহ শরিফুল ইসলাম ও হেলাল নামে দু সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের তেঁতুলতলা বাজার থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, কুষ্টিয়া জেলার পুলিশ লাইন সংলগ্ন কমলাপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৯) ও একই জেলার মিরপুর উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে হেলাল (২৭)।
ঝিনাইদহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, গোপনসূত্রে খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের তেঁতুলতলা বাজারে কুষ্টিয়াগামী একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করে এসব মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে বলে তিনি জানান।