রাজবাড়ি আন্তঃজেলা ফুটবলে ঢাকা মিরপুরকে হারিয়ে চুয়াডাঙ্গা মর্নিংস্টার ফাইনালে

 

স্টাফ রিপোর্টার: রাজবাড়ি আন্তঃজেলা ফুটবলে ৪-৩ গোলে ঢাকার মিরপুর ফুটবল দলকে হারিয়ে চুয়াডাঙ্গা মর্নিংস্টার ক্লাব ফাইনালে উন্নীত হয়। গতকাল শুক্রবার বিকেল ৩টায় রাজবাড়ি জেলার বহরপুর রেলওয়ে স্কুলমাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় বিদেশি খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত তারকা খচিত ঢাকার মিরপুর ফুটবল দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ে কেউ-কারো জালে বল প্রবেশ করাতে পারেনি। ফলে খেলা গড়ায় টাইব্রেকার পদ্ধতিতে। টানটান উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে উভয় দলই ৩টি করে গোল করলে খেলায় উত্তেজনা আরো দ্বিগুন হয়। মর্নিংস্টারের পক্ষে ৪র্থ কিক নিতে আসা দলীয় অধিনায়ক মিলন বিশ্বাস বুদ্ধিমত্তার সাথে গোল করে ৪-৩ গোলে দলকে এগিয়ে নেন। পরবতীর্তে আর কোনো পক্ষই গোল করতে না পারায় মর্নিংস্টার ক্লাব জয়লাভ করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার মাগুরা জেলা দলের সাথে ফাইনালে মুখোমুখি হবে চুয়াডাঙ্গা মর্নিংস্টার ক্লাব।

চুয়াডাঙ্গা মর্নিংস্টার ক্লাবের ম্যানেজারের দায়িত্বে ছিলেন অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম এবং কোচের দায়িত্বে ছিলেন হামিদুর রহমান সন্টু। অফিসিয়াল হিসেবে সাথে ছিলেন অ্যাড. তালিম, ফিরোজ আহম্মেদ, হাবলুর রহমান, আরিফ রেজা ও হামিদুল ইসলাম। এছাড়া মর্নিংস্টার ক্লাবের খেলোয়াড়রা ছিলেন গোলরক্ষক আব্দুল কাদের, মিলন বিশ্বাস (অধিনায়ক), মুরাদ, সেলিম, সজিব, আরিফ, বিপ্পা, সাইদুর, মমিন, সাব্বির,  তরু, আব্দুল মালেক, টুটুল, রিয়ান ও রাজু আহম্ম্দে সুমন।