মাথাভাঙ্গা অনলাইন : ঢাকা-নরসিংদী রুটের গাজীপুরের কালিগঞ্জে ভৈরবগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিলে পড়ে গেছে। এতে একাধিক যাত্রী হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার বেলা দেড়টার দিকে ঢাকা-নরসিংদী সড়কের গাজীপুরের কালিগঞ্জ উপজেলার দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভৈরবগামী বাদশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিলে পড়ে যায়। বাসটি পানিতে ডুবে গেছে। বাসের যাত্রীরা অনেকেই বাস থেকে বের হয়ে সাঁতার কেটে এলাকাবাসীর সহযোগিতায় বেঁচে গেছেন।
তবে একাধিক যাত্রীর হাত-পা দেখা যাচ্ছে। বাসটি উদ্ধার হলে হতাহতের সংখ্যা জানা যাবে। বেলা ২টা ২০ মিনিটে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত উদ্ধারকারী রেকার ঘটনাস্থলে এসে পৌঁছেনি।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম ভূইয়া ঘটনাস্থল থেকে সংবাদটি নিশ্চিত করেছেন।