মাথাভাঙ্গা মনিটর: ছিনতাইকারীদের কাছে রাজা-প্রজায় এবং দেশের ক্ষেত্রে কোনো বিভেদ নাই। যাকেই যেখানে পাবে, অস্ত্র থাকলে তার দিকে তাক করবে এবং অর্থ চাইবে- এই হলো তাদের ধর্ম। আর তাদের এ ধর্মের ব্যত্যয়ও ঘটেনি। তাইতো ব্রিটেনের মতো দেশে সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার কন্যাকে ছিনতাইকারীদের কবলে পড়তে হলো! গত সোমবার রাতে লন্ডনে নিজেদের বাড়ির কাছের রাস্তায় পুরুষ বয়ফ্রেন্ডকে নিয়ে হাঁটছিলেন ব্লেয়ারের ২৯ বছর বয়সী কন্যা ক্যাথরিন। দুজন ছিনতাইকারী তাদের সামনে এলো এবং অস্ত্র তাক করে অর্থ দাবি করলো। কিছুক্ষণ হম্বিতম্বি করে ভয় দেখিয়ে কি মনে করে তারা হঠাত দৌঁড়ে পালালো! ক্যাথরিন শারীরিকভাবে আহত না হলেও মনের দিক দিয়ে আহত হয়েছেন। স্কটল্যান্ড ইয়ার্ড ছিনতাইয়ের ঘটনার সত্যতা স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, ওই রাতে দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, দু ঘটনায় একই দল জড়িত। ঘটনার তদন্ত চলছে।