মেহেরপুর অফিস :
হরতাল পালনে মেহেরপুরের ৪টি স্থানে সড়ক অবরোধ করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। সকাল সাড়ে সাতটার দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের মুজিবনগর উপজেলার গৌরিনগর নামক স্থানে জামায়াত-শিবির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেনসহ পুলিশের ৫ জন আহত এবং জামায়াত-শিবিরের ৮ গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে সকাল পৌনে এগারটার দিকে দেলোয়ার হোসেন (২১) নামের এক শিবির কর্মী মারা গেছেন। একই সড়কে সদর উপজেলার বন্দর নামক স্থানে পুলিশ বহনকারী একটি পিকআপ ভ্যানে আগুন দিয়ে পুড়িয়ে দেয় অবরোধকারীরা। পরে মেহেরপুর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ওসি রবিউল হোসেন, এসআই আব্দুল মান্নান, কনস্টেবল আব্দুল হালিম, খাইরুল ইসলাম, মাজহারুল ইসলাম ও মিরুল আলমকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম জানিয়েছেন, অবরোধ তুলতে গেলে জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে সম্ভাব্য বিশৃংল পরিস্থিতি মোকাবেলায় বিজিবি চাওয়া হয়েছে।