দর্শনা অফিস: বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ঘটেছে বিপত্তি। পানিতে ডুবে ৪ বছর বয়সী শিশু আজাদের করুণ মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দর্শনা পৌর এলাকার আজমপুর ইটভাটাপাড়ার শহিদুল ইসলামের ৪ বছর বয়সী ছেলে আজাদ মায়ের চোখ ফাঁকি দিয়ে নির্জন দুপুরে যায় পুকুরে গোসল করতে। অনেকটা সময় ছেলেকে না দেখতে পেয়ে খোঁজাখুজি শুরু করে মা আয়েশাসহ পরিবারের লোকজন। দীর্ঘ সময় পর পুকুরে গোসল করতে গেলে মোহাম্মদপুরের আবু তাহেরের ছেলে সানোয়ার হোসেনের গায়ে বাধে শিশু আজাদের লাশ। সানোয়ারের চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। উদ্ধার করা হয় শিশু আজাদের লাশ। লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে আজাদের মা আয়েশাসহ স্বজনেরা। এলাকায় নেমে আসে শোকের ছায়া। সন্ধ্যায় স্থানীয় গোরস্তানে আজাদের লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।