দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার নতিপোতা ইউনিয়নকে বিভক্ত করে নাটুদহ নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গত ২৮ ফেব্রুয়ারি ২০১১ খ্রি. তারিখের ১০৪ নং পত্রের নির্দেশক্রমে এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন, ২০১০’র ১১ ধারা মোতাবেক চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন সম্প্রতি নতিপোতা ইউনিয়নকে বিভক্ত করে নাটুদহ নামে নতুন একটি ইউনিয়ন গঠন এবং নতিপোতা ইউনিয়নকে পুনর্গঠিত করে সংশ্লিষ্ঠ মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করেছেন বলে বিশ্বস্তসূত্রে জানা গেছে। তিনি খলিশাগাড়ী ও গোচিয়ারপাড়াকে ১ নং ওয়ার্ড, জগন্নাথপুরকে ২ নং ওয়ার্ড, বোয়ালমারী ও ফকিরপাড়াকে ৩ নং ওয়ার্ড, চারুলিয়া পশ্চিমপাড়া ও নাটুদহকে ৪ নং ওয়ার্ড, চারুলিয়া পূর্বপাড়া ও দুলালনগরকে ৫ নং ওয়ার্ড, চন্দ্রবাস উত্তরপাড়াকে ৬ নং ওয়ার্ড, চন্দ্রবাস দক্ষিণপাড়াকে ৭ নং ওয়ার্ড, ছাতিয়ানতলাকে ৮ নং ওয়ার্ড, কুনিয়াকে ৯ নং সাধারণ ওয়ার্ড এবং খলিশাগাড়ী, গোচিয়ারপাড়া, জগন্নাথপুর, বোয়ালমারী ও ফকিরপাড়াকে ১ নং সংরক্ষিত ওয়ার্ড, চারুলিয়া পশ্চিমপাড়া, নাটুদহ চারুলিয়া পূর্বপাড়া, দুলালনগর ও চন্দ্রবাস উত্তরপাড়াকে ২ নং সংরক্ষিত ওয়ার্ড, চন্দ্রবাস দক্ষিনপাড়া, ছাতিয়ানতলা ও কুনিয়াকে ৩ নং সংরক্ষিত ওয়ার্ড হিসেবে বিভাজন করে নবগঠিত নাটুদহ ইউনিয়ন গঠন করা হয়েছে।
অপরদিকে নতিপোতা ইউনিয়নকে ছুটিপুর, বিল দলকা ও মরাগাংনীকে ১ নং ওয়ার্ড, পোতারপাড়াকে ২ নং ওয়ার্ড, ভগিরথপুরকে ৩ নং ওয়ার্ড, নতিপোতাকে ৪ নং ওয়ার্ড, কালিয়াবকরিকে ৫ নং ওয়ার্ড, রুদ্রপুরকে ৬ নং ওয়ার্ড, হেমায়েতপুর, বেড়বাড়ী ও করিমপুরকে ৭ নং ওয়ার্ড, হোগলডাঙ্গা উত্তরপাড়াকে ৮ নং ওয়ার্ড ও হোগলডাঙ্গা দক্ষিণপাড়াকে ৯ নং সাধারণ ওয়ার্ড এবং ছুটিপুর, বিল দলকা, মরাগাংনী, পোতারপাড়া ও ভগিরথপুরকে ১ নং সংরক্ষিত ওয়ার্ড, নতিপোতা, কালিয়াবকরি ও রুদ্রপুরকে ২ নং সংরক্ষিত ওয়ার্ড, হেমায়েতপুর, বেড়বাড়ী, করিমপুর, হোগলডাঙ্গা উত্তরপাড়া ও হোগলডাঙ্গা দক্ষিণপাড়াকে ৩ নং সংরক্ষিত ওয়ার্ড হিসেবে বিভাজন করে নতিপোতা ইউনিয়নকে পুনর্গঠিত করা হয়েছে।