আলমডাঙ্গা ব্যুরো: জাকের পার্টির আলমডাঙ্গা থানা শাখার উদ্যোগে আয়োজিত ইসলামী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে কেন্দ্রীয় জাকের পার্টির যুগ্মমহাসচিব আব্দুল লতিফ খান যুবরাজ বলেছেন, কায়েমী স্বার্থবাদী অপশক্তি দেশে দেশে ধর্মের অপব্যাখার মাধ্যমে মানুষে মানুষে বিভক্তি সৃস্টি করে দিচ্ছে। কোনো ধর্ম কখনোই অন্যায় অনাচারকে অনুমোদন করে না। তা হলে দেশে যারা হঠকারিতা সৃষ্টি করছে তারা কারা? ওদেরকে চিনতে হবে। প্রতিহত করে ওদের ষড়যন্ত্র থেকে দেশ রক্ষার দায়িত্ব সমাজের শান্তিপ্রিয় সকল মানুষের।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানা জাকের পার্টির সভাপতি মো. মতিউর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইসলামী জনসভাটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রফ্রন্টের সহসভাপতি বকুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির সভাপতি গোলাম মোস্তফা খান। এ ছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানা জাকের পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দীন, সাধারণ সম্পাদক মো. আশারফুজ্জামান রনি, আলমডাঙ্গা থানা ছাত্রফ্রন্টের সভাপতি মো. ইখাতিয়ার হেসেন, সাধারণ সম্পাদক কেরামত আলী।
প্রধান অতিথি বক্তব্য দিতে গিয়ে আরো বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যারা নিজদের স্বার্থে অন্ধ হয়ে আখের গোছাতে গিয়ে দেশের সর্বনাশ করেছেন, তাদেরকেও প্রতিহত করতে হবে। জাকের পার্টির পতাকা তলে সমাবেত হয়ে জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ মোস্তফা আমীর ফয়সাল মোজাদ্দেদীর নেতৃত্বে দেশ গঠনে সকলকে অগ্রনী অবদান রাখতে হবে।