মাথাভাঙ্গা মনিটর: ওয়ার্ল্ড মুসলিমা ২০১৩ বিজয়ী হয়েছেন নাইজেরিয়ার ওবাবিউয়ি আয়েশা আজিবোলা। মুসলীম নারীদের নিয়ে এ সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আয়োজিত তৃতীয় ওয়ার্ল্ড মুসলিমার খেতাব জিতলেন এ কৃষ্ণাঙ্গ মুসলমান নারী। বাংলাদেশ থেকে অংশ নেয়া নাজনিন সুলতানা লিজা রয়েছেন সেরা দশের পরে। চূড়ান্ত তালিকার ১৯ সুন্দরীর মধ্যে ১৪ জনই ছিলেন ইন্দোনেশিয়ার। অন্যরা বাংলাদেশ, নাইজেরিয়া, ব্রুনেই, মালয়েশিয়া ও ইরানের। প্রথম রানার আপ হয়েছেন ইন্দোনেশিয়ার নুর আসপাসিয়া। দ্বিতীয় রানার আপ হয়েছেন একই দেশের ইভাওয়ানি এফলিজা।