মাথাভাঙ্গা মনিটর: সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের অভিনেত্রী ডায়না হেইডেন সম্প্রতি তার প্রেমিক কলিন ডিকের সাথে বিয়ের পর্বটি সেরে ফেলেছেন। টানা সাত মাস চুটিয়ে প্রেম করার পর কাছের বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছেন তারা। তিনদিন ধরে চলা উত্সবের মধ্য দিয়ে ১৩ সেপ্টেম্বর লাস ভেগাসের একটি কান্ট্রি ক্লাবে গাঁটছড়া বাঁধেন ডায়না ও কলিন। এ মুহূর্তে ইতালিতে মধুচন্দ্রিমায় দারুণ সময় কাটাচ্ছেন এ নবদম্পতি। বিয়ের অনুষ্ঠান লাস ভেগাসে হওয়ার কারণ, কলিনের জন্ম লাস ভেগাসে। তিনি মুম্বাইয়ে আন্তর্জাতিক একটি এনজিওতে চাকরি করেন। গত ফেব্রুয়ারি মাসে ডায়নার সাথে তার প্রথম পরিচয় হয়। মে মাসেই আজীবনের সঙ্গী হওয়ার সিদ্ধান্ত নেন ডায়না ও কলিন। সিদ্ধান্ত নেয়ার চার মাসের মাথায় দাম্পত্য জীবন শুরু করলেন তারা।