মাথাভাঙ্গা অনলাইন : কেন্দ্রীয় জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতে ডাকা টানা ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিনে বুধবার সকাল থেকেই চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় জামায়াতের নেতাকর্মীরা সড়ক অবরোধ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করেছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা জামায়াত হরতালের সমর্থনে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়ক অবরোধ করে বদরগঞ্জবাজারে বিক্ষোভ মিছিল করে। এছাড়া চুয়াডাঙ্গার জীবননগর-কালিগঞ্জ সড়কের হাসাদহ, বকুন্ডিয়া, বাঁকা সড়কে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ আসলে অবরোধকারীরা সড়ক থেকে সরে যায়।
তবে জেলা শহরে পুলিশের কঠোর নজরদারীর কারনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা কথাও পিকেটিং করতে পারেনি। ভারী যানবাহন চলাচল না করলেও হালকা যানবাহন বিনা বাধায় চলাচল করছে। চুয়াডাঙ্গার জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে ।