মাথাভাঙ্গা মনিটর: পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়া তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা আগে থেকেই রোগাক্রান্ত ছিলেন এবং বার্ধক্যজনিত কারণেই তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছর হজ পালনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের ৮১টি ফ্লাইটের মাধ্যমে সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনার মোট ৩০ হাজার ৪৮৮ জন বাংলাদেশি হজযাত্রী ইতোমধ্যে সৌদি এসে পৌঁছেছেন। তাদের মধ্যে মারা গেছেন তিনজন। মৃত হজযাত্রীর মধ্যে রয়েছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার শরসের আলী কাজীর ছেলে মোহাম্মদ আফসার আলী কাজী (৬৭)। তিনি মঙ্গলবার বিকেল ৪টার দিকে বাংলাদেশ হজ মিশন ক্লিনিক মদিনায় মারা যান। দ্বিতীয় হজযাত্রী হলেন- নওগাঁ জেলার রানীনগর উপজেলার ইলিম ফকির (৭১) এবং সাতক্ষীরা সদর উপজেলার মৃত রহমত উল্লার ছেলে জুলফিকার আলী (৫৭)। তিনি গত শনিবার মদিনার লুলু আল দুবাইসি হোটেলকক্সে রাত তিনটার দিকে মারা যান।