মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার একটি কারাগারে দু পক্ষের সহিংসতায় ১৬ বন্দি নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলের মারাকাইবো শহরের সাবেন্তা কারাগারে এ সহিংসতার ঘটনা ঘটে। ভেনিজুয়েলার কারাগার বিষয়ক মন্ত্রী আইরিস ভারেলা জানান, স্থানীয় সময় সোমবার রাত থেকে শুরু হয়ে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত দফা দফায় দুটি প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে সংঘর্ষ হয়। তিনি বলেন, আইনশঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কারারক্ষীরা যথাসাধ্য চেষ্টা করেছিলো, এমনকি তারা চেয়েছিলো যেন একজনেরও প্রাণহানি না ঘটে। কিন্তু সহিংসতাকারীদের দমানো যাচ্ছিলো না। তবে মঙ্গলবার বিকেলের দিকে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া সহিংসতা জড়িতদের চিহ্নিত করা গেছে বলেও জানান তিনি। ভেনিজুয়েলার কারা পর্যবেক্ষক সংস্থাগুলো জানিয়েছে, সহিংসতায় নিহতদের শিরশ্ছেদ এবং অঙ্গহানির মতো ঘটনাও ঘটেছে। উল্লেখ্য, সমাজতান্ত্রিক দেশটির কারাগারগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি কারাবন্দি রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে কারাগারগুলোতে।