খবর: (দামুড়হুদায় আনন্দ স্কুলের ২১ লাখ টাকা হরিলুট)
বড় জনা খান ছোটজনা খান
তিলে তিলে খেয়ে শেষ হয়,
মোটা মোটা দান মোটা মোটা ভাগ
আহারে মজা বেশ হয়।
অফিসারে খান পিয়নেও খান
হয়ে যায় সব ভাগাভাগি,
কম হলে কারো খুটিনাটি নিয়ে
হয়ে যায় কানে লাগালাগি।
মামা বসে খান ভাগ্নেও খান
খেতে হয় খানখান,
অবশেষে আসল মালিক
তারই পড়ে যায় টানটান।
-আহাদ আলী মোল্লা