ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে পুলিশ হত্যা মামলার দু পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১০ টার দিকে কাপাশহাটিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো কাপাশহাটিয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে জামায়াতের রোকন মুনসুর আলী ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে জামায়াতের রোকন হেলাল উদ্দিন।
হরিণাকুণ্ডু থানার ওসি মহিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে এসআই নীরব হোসেন কাপাশহাটিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গত ৩ মার্চ হরতাল চলাকালে পুলিশ কনস্টেবল গাজী ওমর ফারুককে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের ভেতরে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে জামায়াত-শিবির ক্যাডাররা। এ ঘটনায় হরিণাকুণ্ডু থানার এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে ২২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ছ’হাজার জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা ওই মামলার এজাহারভুক্ত আসামি। হত্যাকাণ্ডের পর থেকে তারা পলাতক ছিলেন। প্রসঙ্গত, ওই মামলায় পুলিশ এ পর্যন্ত অন্তত দেড়শ জনকে আটক করেছেন হরিনাকুণ্ডু থানা পুলিশ।