চুয়াডাঙ্গা ও মেহেরপুরে দু দিনব্যাপি আয়কর মেলা শুরু : আজ সমাপনী

সবাই মিলে দেবো কর দেশ হবে স্বনির্ভর

 

 

স্টাফ রিপোর্টার: জনসাধারণের মধ্যে আয়কর বার্তা পৌছে দেয়া, আয়কর ভীতি দূর করা, সর্বোপরি আয়কর প্রদান কার্যক্রম সহজ করাসহ গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় আয়কর মেলা শুরু হয়েছে। কর অঞ্চল খুলনার আয়োজনে গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা আয়কর কার্যালয়ে দু দিনব্যাপি কার্যক্রমের উদ্বোধন করা হয়। আজ বৃহস্পতিবার দু দিনব্যাপি মেলা সম্পন্ন হবে। গতকাল মেহেরপুরেও আয়কর মেলা শুরু হয়। আজ শেষ হচ্ছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত সহকারী কর কমিশনার খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. সেলিম উদ্দিন খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এমএম শাহজাহান মুকুল ও খুলনা বিভাগীয় আয়কর আইনজীবী ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন।

চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাড. শামসুজ্জোহার সঞ্চালনে বক্ত্যব রাখেন- জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, সাবেক সভাপতি অ্যাড. নুরুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা শাহানা হেলালী ও সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক কামরুজ্জামান।

অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাড. মনিরুজ্জামান বলেন, আয়কর প্রদানের মাধ্যমে ব্যবসা হালাল হয়ে থাকে। তবে আয়কর নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা আয়কর ভীতি দূর করতে এ ধরনের উদ্যোগ খুবই কাজে লাগে। চুয়াডাঙ্গার অতিরিক্ত সহকারী কর কমিশনার খুরশীদ আলম সভাপতির বক্ত্যবে বলেন, প্রথমবারের মতো অনুষ্ঠিত এ মেলা এলাকায় নতুন করদাতা সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করবে। আজ বৃহস্পতিবার বেলা ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে। এ সময় চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ তিনজন করদাতাসহ সাংবাদিক, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা আয়কর মেলায় উপস্থিত ছিলেন।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে জেলা কর কার্যালয়ে আয়করদাতা ও আয়কর দিতে ইচ্ছুকদের অংশগ্রহণে এ মেলা অনুষ্ঠিত হয়। মেহেরপুর কর সার্কেলের সহকারী কর কমিশনার রুপন চন্দ্রের সভাপতিত্বে অতিথি ছিলেন জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি এসএম ইব্রাহিম শাহীন, মেহেরপুর শিল্প ও বণিক সমিতির সহসভাপতি আসকার আলী, সাধারন সম্পাদক জেলার সেরা আয়করদাতা মো. গোলম রসুল, সেরা করদাতা কার্জন আহমেদ, দীর্ঘমেয়াদী করদাতা মো. আলী হোসেন, হোটেলবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল। চলতি মাসের ২৯ তারিখ পর্যন্ত এ মেলা চলবে।