স্টাফ রিপোর্টার: খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার নিয়মাবলিসহ বিস্তারিত সিডিউল ঘোষণা করা হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে ১০ অক্টোবরের মধ্যে যেকোনো সময়ে একটি প্রিপেইড টেলিটক মোবাইলফোনের মাধ্যমে এসএমএস করে আবেদন করা যাবে। আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপি এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রথম দিন আগামী ৭ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সমাজবিজ্ঞান স্কুল এবং একইদিন দুপুর দুটা থেকে বিকেল চারটা পর্যন্ত কলা ও মানবিক স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮ ডিসেম্বর রোববার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং একই দিন দুপুর আড়াইটার দিক থেকে বিকেল চারটা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের এবং একইদিন দুপুর দুটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত জীববিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ku.ac.bd/admission) পাওয়া যাবে।