মেহেরপুর অফিস: বুধবার ভোর থেকে হরতাল পালনে মেহেরপুর সদর উপজেলার ৩টি সড়কে গাছের গুড়ি ফেলে ৩ ঘন্টা সড়ক অবরোধ করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এসময় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। মুজিবনগর উপজেলার দায়িরাপুর বাজার এলাকায় মোটর সাইকেল র্যালির সময় জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা তাজ উদ্দীন খানসহ দুই জন ও রাতে মুজিবনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরও ৪ জামাত কর্মীকে আটক করেছে পুলিশ।