মাথাভাঙ্গা অনলাইন : আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার জামায়াতেইসলামীর হরতালকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় রাজধানীতে র্যা ব ও পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। বুধবার রাত ৮টা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা টহল দেবে।
বিজিবি সদরদপ্তরের গণসংযোগ বিভাগের পরিচালক মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকার বাইরেও বিজিবি মোতায়েন করা হবে কি না জানতে চাইলে তিনি জানান, ঢাকার বাইরে স্থানীয় প্রশাসন প্রয়োজন মনে করলে আবেদনের পরিপ্রেক্ষিতে সেখানেও বিজিবি নামানো হবে।
উল্লেখ্য, মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এ রায়ের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।