মাথাভাঙ্গা অনলাইন : নরসিংদীতে বাসচাপায় ইউএমসি জুট মিলের দুই শ্রমিক নিহত ও ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাতটায় সদর উপজেলার ঢাকা-নরসিংদী সড়কের খাটেহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ইউএমসি জুট মিলের সাতজন শ্রমিক শিলমান্দি এলাকা থেকে একটি ইজিবাইকে করে কর্মস্থলে যাচ্ছিলেন। তারা খাটেহারা এলাকার এতিমখানা মসজিদের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মিলের শ্রমিক সানাউল্লাহ ও সেলিম মিয়া মারা যান। এ সময় আরো পাঁচ শ্রমিকসহ ইজিবাইকের চালক গুরুতর আহত হন।
আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত ডাক্তার তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহত ও নিহতদের বাড়ি নরসিংদী সদর উপজেলার শিলমান্দি এলাকায়।