ষ্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত তাল্লু স্পিনিং, মিথুন নিটিং, বঙ্গজ এবং সিভিও পেট্রোকেমিকেলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ সব কোম্পানির শেয়ারের দর কেন অস্বাভাবিক হারে বাড়ছে তা উদঘাটন করতে এ তদন্ত শুরু হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর বিকেলে বিএসইসির সার্ভিলেন্স বিভাগের নির্বাহী পরিচালক স্বাক্ষরিত এক চিঠিতে তদন্ত করার জন্য নির্দেশ দেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তদন্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। অর্থাৎ ৩০ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে হবে। গত ২৭ আগস্ট বিএসইসির ৪৯০তম সভায় সিদ্ধান্ত নেয়া হয়, বিএসইসির ইনস্ট্যান্ট ওয়াচ মার্কেট সার্ভিলেন্স সিস্টেমের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হওয়ায় সার্ভিলেন্স বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়। আর তদন্ত পরিচালনার জন্য দু সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপপরিচালক শামসুর রহমান এবং সহকারী পরিচালক রাকিবুর রহমান। তদন্তের কারণ সম্পর্কে জানা গেছে, সম্প্রতি তাল্লু স্পিনিং, মিথুন নিটিং, বঙ্গজ এবং সিভিও পেট্রোকেমিকেলের শেয়ারের দর অস্বাভাবিক হারে বেড়েছে। কোনো মূল্য সংবেদনশীল তথ্য না থাকার পরও এ চার কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়া সন্দেহজনক। তাই এর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়।