মাথাভাঙ্গা অনলাইন : কুমিল্লার চান্দিনা উপজেলার দোতলা নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ মঙ্গলবার সকালে ঢাকাগামী সিএনজিচালিত একটি অটোরিকশাকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে তিনজন যাত্রী নিহত হন। তাঁরা সবাই একই পরিবারের সদস্য।
নিহতরা হলেন কাজী ইব্রাহিম (৩২), কাজী ফারুক (২৫) ও কাজী শরীফ (২৭), তাঁদের বাড়ি চান্দিনার শালিকা গ্রামে। তাঁরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. হাসান জানিয়েছেন, সকাল সাতটার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত তিনজনের লাশ পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।