মাথাভাঙ্গা মনিটর: পড়াতে এসে ক্লাসরুমে সন্তান প্রসব করেছেন যুক্তরাজ্যের এক স্কুলশিক্ষিকা। দেশটির এসেক্স অঞ্চলের ইতিহ্যবাহী ম্যানফোর্ড প্রাইমারি স্কুলে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ঘটনার দিন যথারীতি স্কুলে পৌঁছে সকালের মিটিং শেষ করেন ডায়ানা কৃশ ভিরামানি (৩০) নামের ওই স্কুল শিক্ষক। এরপরই শুরু হয় তার প্রসব ব্যথা। নির্দিষ্ট সময় এক সপ্তা আগেই তিনি প্রসব ব্যথা অনুভব করেন। তারপর ভিরামানি নিজেই স্বামী বিজয়া ভিরামানির কাছে ম্যাসেজ করে দ্রুত স্কুলে আসতে বলেন। পরিস্থিতি দেখে ডায়ানা ভিরামানির সহকর্মীরা অ্যাম্বুলেন্স আনার কথা বলেন। কিন্তু তিনি বাড়িতে যেতে চান বলে সহকর্মীদের জানান। অবস্থার অবনতি দেখে সহকর্মীরা দ্রুত ক্লাসরুমেই সন্তান প্রসবের ব্যবস্থা করেন। অবশেষে ভিরামানী তিন মেয়ে সহকর্মীর সহায়তায় ছেলে সন্তানের জন্ম দেন। এদিকে ঘটনা শুনে স্বামী দ্রুত হাসপাতালে উদ্দেশে রওনা হয়। কিন্তু পথিমধ্যেই তিনি জানতে পারেন তার স্ত্রীর সন্তান প্রসব করতে যাচ্ছেন। পরে স্কুলে পৌছে তিনি স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান। ভিরামানি জানান, প্রত্যেকেই আমাকে আপন মানুষের মতো খুব সাহায্য করেছে। বাচ্চাটির নাম রাখা হয় জনাহ। যে কক্ষে ছেলে সন্তানটির জন্ম হয় তার নামও রাখা হয়েছে বাচ্চাটির নামানুসরে জনাহর কক্ষ। ভিরামানির সহকর্মীরা মজা করে বাচ্চাটির উদ্দেশে বলেন, তুমি প্রথম দিনেই স্কুলে দেরি করে এসেছো। কারণ ইতোমধ্যে স্কুলের ঘণ্টা বেজে গেছে।