স্টাফ রিপোর্টার: হিন্দু বিবাহ নিবন্ধন আইন ২০১২’র (২০১২ সনের ৫০ নং আইন) আওতায় চুয়াডাঙ্গা জেলার চার উপজেলার জন্য চারজন হিন্দু বিবাহ নিবন্ধক অর্থাৎ হিন্দু ম্যারেজ রেজিস্ট্রার নিয়োগ করা হবে। প্রার্থীদের আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে চুয়াডাঙ্গা জেলা রেজিস্ট্রার বরাবর আবেদন করার জন্য বলা হয়েছে।
আবেদক সরকার কর্তৃক স্বীকৃত কোনো বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীণ হতে হবে। তবে কাব্যতীর্থ বা ব্যাকরণতীর্থ উপাধিধারীগণ অগ্রাধিকার পাবেন। বয়স পঁচিশ এবং সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে। আদেকদের সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দ হতে হবে। হিন্দু সনাতন ধর্মালম্বী হতে হবে। হিন্দু বিবাহ নিবন্ধক নিয়োগের জন্য প্রতিটি দরখাস্তের সাথে দুশ টাকার ক্রসড পোস্টাল অর্ডারসহ আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল চারটার মধ্যে জেলা রেজিস্ট্রার বরাবর আদেন করতে হবে। ফরম ‘ক’ তে বর্ণিত আনুসাঙ্গিক কাগপত্রসহ দাখিল করতে হবে। অসম্পূর্ণ কোনো দরখাস্ত বা নির্ধারিত সময়ের পরে দাখিলকৃত কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। শুধুমাত্র আবেদনপত্র দাখিলের কারণে তার পদের ওপর কোনো অধিকার জন্মাবে না। আদেনপত্র এবং পূরণকৃত ফরম ক’র সাথে তিন কপি ১ম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সমূহের সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র বা ইউপি চেয়ারম্যান বা পৌরসভা বা সিটি করপোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ প্রদান করতে হবে। দুজন ১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রও প্রদান করতে হবে। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।