স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার হারদী কলেজে অনুষ্ঠিত ইউনিলিভার কোম্পানির মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হারদী গ্রামের দু দল কিশোর-যুবকের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৪ জন রক্তাক্ত জখম হয়েছে।
জানা গেছে, হারদী কলেজে ইউনিলিভার কোম্পানির মেলা চলছে। গতকাল সোমবার সন্ধ্যায় ওই মেলায় পরস্পর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হারদী গ্রামের মোহনপাড়া ও থানাপাড়ার ২ দল কিশোর-যুবকদের মধ্যে কথা কাঁটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। থানাপাড়ার আব্দুর রহিমের নেতৃত্বে কতিপয় যুবক মোহনপাড়ার যুবকদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে প্রতিপক্ষের লাঠির আঘাতে রক্তাক্ত জখম হয়েছে থানাপাড়ার আশকারের ছেলে আশরাফুল, রবিউলের ছেলে জাফর, আরোজ আলীর ছেলে লিখন ও পৃথক আর এক আরোজ আলীর ছেলে আরিফুল ইসলাম। তাদেরকে রক্তাক্ত জখম অবস্থায় হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এলাকাসূত্রে জানা গেছে।