মাথাভাঙ্গা মনিটর: সিএসকেএ মস্কোকে আতিথেয়তার মধ্যদিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখার মিশনে নামছে বায়ার্ন মিউনিখ। পাঁচবারের চ্যাম্পিয়নরা রাশিয়ান ক্লাবটির মুখোমুখি হচ্ছে। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে ডেভিড ময়েস প্রথমবারের মতো স্বাদ নিতে যাচ্ছেন ইউরোপের শীর্ষ এ প্রতিযোগিতার।
ম্যানচেস্টার ইউনাইটেড ওল্ড ট্রাফোর্ডে স্বাগত জানাবে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনকে। এ ম্যাচে মূল আলো থাকবে ডেভিড ময়েসের ওপর। ম্যানেজারের দায়িত্বে থেকে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো ডাগআউটে থাকবেন এ স্কটিশ। ২০০২ সালে সেমিফাইনালে হারের প্রতিশোধ নিতেও মরিয়া থাকবে ম্যানইউ। এক দশকে প্রথমবারের মতো ইউরোপ সেরার লড়াইয়ে জায়গা পাওয়া রিয়াল সোসিয়েদাদের ঘরের মাঠে খেলবে ইউক্রেনের চারবারের চ্যাম্পিয়ন শাখতার দোনেৎস্ক। ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস খেলবে ড্যানিশ চ্যাম্পিয়ন এফসি কোপেনহেগেনের মাঠে। ২০১০-১১ মরসুমে শেষ ষোলোয় খেলা কোপেনহেগেনের বিপক্ষে জয় নিয়ে শুরু করতে চায় গতবারের কোয়ার্টার ফাইনালিস্টরা। ‘বি’ গ্রুপের অন্য ম্যাচে আবারও ইস্তাম্বুলের আলি সামি ইয়েন স্টেডিয়ামে উত্তাপ ছড়াবে রিয়াল মাদ্রিদ। গত মরসুমে কোয়ার্টার ফাইনালে দু লেগে ৫-৩ গোলে স্প্যানিশ জায়ান্টদের কাছে হেরে বিদায় নিয়েছিল তুর্কি ক্লাবটি।
‘সি’ গ্রুপে পর্তুগিজ ক্লাব বেনফিকা আতিথ্য দেবে বেলজিয়ান চ্যাম্পিয়ন এন্ডারলেচকে। হোর্হে জিসাসের বেনফিকা দারুণ শুরুর ব্যাপারে আশাবাদী। তবে ১৯৮৩ সালে উয়েফা কাপ ফাইনালে জয়ের সুখকর স্মৃতি নিয়ে তাদের মোকাবেলা করবে এন্ডারলেচ। একই গ্রুপের আরেক ম্যাচে ফেবারিট প্যারিস সেইন্ট জার্মেইন। আগামী শুক্রবার বোরডুক্সের বিপক্ষে ২-০ গোলের লিগজয়ী ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে গ্রিক শিরোপাজয়ী অলিম্পিয়াকোর মাঠে নামবে ফরাসি চ্যাম্পিয়নরা।