মেহেরপুরে গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক

 

গাংনী প্রতিনিধি: ১২০ গ্রাম গাঁজাসহ আব্দুস সামাদ (৪০) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গত রোববার মধ্যরাতে মেহেরপুর সদর উপজেলার রাইপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে রাইপুর গ্রামের মৃত আমজেল হোসেনের ছেলে। র‌্যাব-৬ গাংনী ক্যাম্পসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি তারেক জুবায়েরের নেতৃত্বে রাইপুর গ্রামের দিঘিরপাড়ায় অভিযান চালানো হয়। বিক্রিকালে হাতেনাতে গাঁজাসহ সামাদকে আটক করা হয়। গতকালই তাকে মামলাসহ সদর থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে র‌্যাবসূত্র জানিয়েছে।