দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কলাবাড়ির করিমনচালক শাহাবুদ্দিন খুন মামলায় আটক তিনজনকেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাত দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে দামুড়হুদা থানা পুলিশ। গতকাল সোমবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা থানার ওসি (তদন্ত) আব্দুল মালেক সাত দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তিনজনকেই জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবীব (পিপিএম) জানান, আটককৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া গেছে। আরো জিজ্ঞাসাদের প্রয়োজন রয়েছে। সে কারণেই বিজ্ঞ আদালতের কাছে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। সেই সাথে ঘটনার সার্বিক দিকও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত রোববার সকালে রামনগর কলাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের অদূরবর্তী মাঠ থেকে কলাবাড়ি দক্ষিণপাড়ার করিমনচালক শাহবুদ্দিনের রক্তাক্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহত শাহাবুদ্দিনের পিতা বিল্লাল হোসেন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ শাহাবুদ্দিনের দ্বিতীয় স্ত্রী বিলকিস, শাশুড়ি চায়না খাতুন ও শ্বশুর বিল্লাল হোসেনকে গত রোববার দুপুরে গ্রেফতার করে।