মাথাভাঙ্গা মনিটর: সপ্তাখানেক আগে বাংলাদেশ সফরের জন্য টেস্ট দল ঘোষণা করেছিলো নিউজিল্যান্ড। এবার তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল তারা। গত সোমবার ঘোষিত ১৫ সদস্যের এ দলে নতুন মুখ অ্যান্টন ডেভচিচ। আঙ্গুলের চোটে মার্টিন গাপটিল না থাকায় হামিশ রাদারফোর্ডের সাথে উদ্বোধনী জুটি গড়বেন ২৭ বছর বয়সী ডেভচিচ। উইকেটরক্ষক লুক রঁচি ও অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিনের জায়গা না হলেও ডাক পেয়েছেন পেসার অ্যাডাম মিলনে ও জিমি নিশাম। এচিলেস টেন্ডনে চোট নিয়ে টেস্টের পর একদিনের ক্রিকেটেও নেই ড্যানিয়েল ভেট্টরি। তবে সীমিত ওভারের প্রতিদ্বন্দ্বিতায় রাখা হয়েছে টিম সাউদিকে।
চলতি মাসে এ দলের ভারত সফরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক সেঞ্চুরি হাঁকিয়েছেন ডেভচিচ। এছাড়া একদিনের ক্রিকেটেও ভারতের এ দলের বিপক্ষে ৪৮, ১ ও ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি এন্ডারসন, অ্যান্টন ডেভচিচ, গ্র্যান্ট এলিয়ট, টম ল্যাথাম, মিচেল ম্যাক্লেনাঘান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, জিমি নিশাম, হামিশ রাদারফোর্ড, টিম সাউদি, রস টেলর ও কেন উইলিয়ামসন।