দর্শনা আইসি ইনচার্জের বিরুদ্ধে ফেনসিডিলসহ গ্রেফতারের পর ছেড়ে দেয়ার অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: দর্শনা কামারপাড়ার সাবিনাকে ফেনসিডিলসহ গ্রেফতার করেও দর্শনা আইসি পুলিশ ছেড়ে দিয়েছে। এরকমই অভিযোগ করেছে স্থানীয় একাধিক ব্যক্তি। তারা বলেছে, গতকাল সোমবার সকালে ঘুঘুডাঙ্গা এলাকা থেকে কয়েক বোতল ফেনসিডিলসহ আটকের পর দর্শনা পুলিশি তদন্তকেন্দ্রে নেয়া হয় সাবিনাকে। বিষয়টি জানাজানিও হয়। পরে দর্শনা আইসির ইনচার্জ অর্থের বিনিময়ে তাকে ছেড়ে দেয় বলে গুঞ্জন ওঠে। সাবিনা খাতুন দর্শনা কামারপাড়ার হামিদুর রহমানের স্ত্রী। সে বাস্তপুরের লাল্টুর ফেনসিডিল বহন করছিলো বলেও জনশ্রুতি রয়েছে।