জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তে গতকাল সোমবার বিএসএফ’র রাবার বুলেটে বাংলাদেশি গরুব্যবসায়ী হাবিবুর রহমান হবি (২২) মারাত্মকভাবে আহত হয়েছে। আহত হবি ওই গ্রামের বিশারত আলীর ছেলে। বিকেল সাড়ে ৪টার দিকে সীমান্তের ৬৩ নং মেন পিলারের নিকট দিয়ে হাবিবুর রহমান হবিসহ ৭-৮ জন বাংলাদেশি গরুব্যবসায়ী ভারত থেকে গরু আনাকালে পুটিখালী ক্যাম্পের বিএসএফ তাদের উদ্দেশে রাবার বুলেটবর্ষণ করে। রাবার বুলেটে হবি মারাত্মকভাবে আহত হয়। আহত হবি এ সময় কৌশলে বিএসএফ’র কবল থেকে পালিয়ে আসে। চিকিৎসার জন্য তাকে জীবননগর হাসপাতালে নেয়া হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে; কিন্তু জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার কোনো হদিস পাওয়া যায়নি। তবে একটি সূত্র জানিয়েছে আহত হবি অজ্ঞাত স্থানে গিয়ে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনার সত্যতা জানার জন্য মেদিনীপুর বিজিবি ক্যাম্পে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়; কিন্তু মোবাইলফোন বন্ধ থাকায় মতামত জানা সম্ভব হয়নি।