জীবননগর ডাচ-বাংলা ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে এজেন্টদের অভিযোগ

 

জীবননগর ব্যুরো: ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং জীবননগর শাখার ম্যানেজার ও জুনিয়র ফিল্ড অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন বাংকের এজেন্টবৃন্দ। এজেন্টদের অভিযোগ, ম্যানেজার কামরুজ্জামান ও জুনিয়র ফিল্ড অফিসার আব্দুস সালাম অবৈধ সুবিধা লাভের উদ্দেশে বেনামে এজেন্ট নিয়ে ব্যাংকের মধ্যেই কার্যক্রম পরিচালনা করছেন। এর ফলে তারা চরমভাবে লোকসান দিচ্ছেন।

ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং জীবননগর শাখার ৩৫ জন এজেন্টের অভিযোগ থেকে জানা যায়, সহজপ্রাপ্ততার কারণে অল্প দিনেই জীবননগরে মোবাইল ব্যাংকিং জনপ্রিয় হয়ে ওঠে। জনপ্রিয়তার কারণে শহরেই এ ব্যাংকের ৩৫ জন এজেন্ট রয়েছে। যারা প্রতিদিন লাখ লাখ টাকার মোবাইল ব্যাংকিং করে থাকে। এ সুযোগে ব্যাংকের ম্যানেজার কামরুজ্জামানের সহযোগিতায় জুনিয়র ফিল্ড অফিসার আব্দুস সালাম নিজেরাই তরুণ এন্টারপ্রাইজ নাম দিয়ে এজেন্ট খুলে বসে। ০১৯৩৮-১৪৮৮৫৬ নং মোবাইল দিয়ে তারা ব্যাংকে বসেই মোবাইল ব্যাংকিং পরিচালনা করে বিশেষ সুবিধা ভোগ করে চলেছেন। যা মোবাইল ব্যাংকিঙের ক্ষেত্রে চরম অনিয়ম। এর ফলে তারা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছেন। এ অবস্থায় এজেন্টবৃন্দ তদন্তপূর্বক দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মহলে দাবি জানিয়েছেন।