আলমডাঙ্গা ব্যুরো: জমে উঠেছে আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ত্রিবার্ষিক নির্বাচন। জোরেসোরে ভোট প্রার্থনাসহ নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধার কমান্ড কাউন্সিলের ত্রিবার্ষিক নির্বাচন। ইতোমধ্যেই আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেছেন। ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কার্যালয়ে গতকাল অবধি ৩’শ ৫১ জন মুক্তিযোদ্ধা ভোটারের নাম তালিকায় প্রকাশ করা হয়েছে। ভোটার তালিকা এখনো অসম্পূর্ণ রয়েছে বলে জানা গেছে। এখনো বেশ কিছু সংখ্যক মুক্তিযোদ্ধার নাম ভোটার তালিকায় সন্নিবেশিত হবে। আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার পদের প্রার্থী হিসেবে অনেকেই এরই মধ্যে ভোটাদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করা শুরু করেছেন। চালাচ্ছেন জোরেসোরে প্রচারণা। কখনো কখনো দলীয় পরিচয় দিয়ে, কখনো বা ব্যক্তিগত সম্পর্কের দোহায় দিয়ে আবার কখনো বা আত্মীয়ের পরিচয় বড় করে তুলে ধরে মুক্তিযোদ্ধা ভোটাদের মনজয় করার প্রাণান্তকর চেষ্টা করে চলেছেন। কমান্ডার পদপ্রার্থী হিসেবে যারা ইতোমধ্যে বেশ জোরেসোরে প্রচারণা চালাচ্ছেন, তাদের মধ্যে বেশি করে শোনা যাচ্ছে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কুদ্দুস, সাবেক কমান্ডার সুলতান জোয়ার্দ্দার ও নুর মোহাম্মদ জকুর নাম।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনের লক্ষ্যে আগামী ২২ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৬ সেপ্টম্বর মনোনয়নপত্র দাখিল, ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ১ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার, ২ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ৩ অক্টোবর প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়েছে।