চুয়াডাঙ্গা বঙ্গবন্ধু -বঙ্গমাতা ফুটবলে তালতলা ও আদর্শগুচ্ছগ্রাম জয়ী

 

ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে গতকাল বালক বিভাগে সদর উপজেলার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে দামুড়হুদা উপজেলার মদনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে দামুড়হুদা কুলপালা আদর্শ গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে  সদর উপজেলার সুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে।