স্টাফ রিপোর্টার: আজ মঙ্গলবার জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে ট্রাইব্যুনালের দেয়া যাবজ্জীবন সাজার বিরুদ্ধে আপিলের রায় ঘোষণা করা হবে। আসামিপক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন। গত ২২ জুলাই শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ। বেঞ্চের অপর বিচারপতিরা হচ্ছেন- বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। এর আগে ২২ জুলাই সোমবার আপিল শুনানির ৪০তম কার্যদিবসে সাত এমিকাস কিউরির বক্তব্য শেষে ডিফেন্সের প্রধান আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক সমাপনী বক্তব্য উপস্থাপন করেন। সাত এমিকাস কিউরির মধ্যে পাঁচজনই আপিলে দু পক্ষের সমানাধিকার রেখে আনীত সংশোধনী আবদুল কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে মতামত দেন। অন্য দু এমিকাস কিউরি মনে করেন, এটি তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এমিকাস কিউরিরা ৬ কার্যদিবসে মতামত দিয়েছেন। তাদের মধ্যে এ সংশোধনী আবদুল কাদের মোল্লার মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে মতামত দিয়েছেন পাঁচজন। এরা হলেন- ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার এম আমির-উল ইসলাম, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি ও ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। অন্য দু এমিকাস কিউরি টিএইচ খান ও এএফ হাসান আরিফ মনে করেন, এটি প্রযোজ্য হবে না।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ দ্বিতীয় ট্রাইব্যুনাল।