মাথাভাঙ্গা অনলাইন:
সুনামগঞ্জের দামদরতপি নোয়াগাঁও স্বামী খুন করেছেন স্ত্রী। রোববার সকালে নিজ বাড়িতে স্ত্রীকে মারধর করার সময় স্বামী কদরিছ আলীর (৪০) অন্ডকোষ চেপে ধরলে তার মৃত্যু হয়। স্ত্রী আসমা খাতুনকে (৩৫) গ্রেপতার করেছে পুলিশ।
পুলিশ জানান, সকালে পারিবারিক কলহের জের ধরে স্বামী কদরিছ আলী তার স্ত্রী আসমা বেগমকে মারধর করতে থাকে। এ সময় আসমা বেগম উত্তেজিত হয়ে স্বামী কদরিছ আলীর অন্ডকোষ চেপে ধরেন। এতে কদরিছ আলী জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় কৈতক উপস্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় আসমা বেগমকে আটক করা হয়েছে।