স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ছিনতাই হওয়া ৩০ লাখ টাকা মূল্যের তুলাসহ ট্রাক আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে রাজধানীর ডেমড়া থানার ডগাই এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়। বাইপাস সড়কের উপজেলার কাঞ্চন সেতু এলাকা থেকে নিজেদের জেলা গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ৩০ লাখ টাকা মূল্যের তুলাসহ ট্রাক ছিনিয়ে নেয় একটি চক্র। ওই ঘটনায় পরিবহন ঠিকাদার সিরাজুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে রাজধানীর ডেমড়া থানার ডগাই এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া তুলাসহ ট্রাকটি আটক করা হয় বলে তিনি জানান। উল্লেখ্য, চট্রগ্রাম থেকে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার গোড়াইল এলাকার নাহিদ কটন মিলে যাওয়ার পথে তুলাসহ ট্রাকটি ছিনতাই হয়।