মাথাভাঙ্গা অনলাইন:
রাজধানীর মাদারটেকে সিসিলি পোষাক কারখানায় রোববার দুপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটি প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
রাজধানীর বাসাবো মাদারটেক নন্দীপাড়ায় সিসিলি পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোয়া এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস পরিচালক (অপারেশন) মেজর মাহবুব জানান, ৭ তলায় লাগা আগুন ৬ তলায়ও ছড়িয়ে পড়ে। আধুনিক ভারি লোডার দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে ক্ষয়ক্ষতি কম হয়েছে।
ফায়ার সার্ভিসের কন্টোল রুমের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন জানান, ধারণা করা হচ্ছে ৭ তলায় কারখানার গোডাউনের তরল জাতীয় পদার্থ থাকায় বৈদ্যুৎতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
সবুজবাগ থানার অফিসার ইনচার্জ মো. বাবুল মিয়া জানান, পুলিশ ও র্যাব শুরু থেকেই আগুন নিয়ন্ত্রণ কাজে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছে। পরে তিন বাহিনী মিলে ডাম্পিংয়ের কাজ চালাচ্ছে।
কারখানা সূত্র জানিয়েছে, আগুন লাগার পরপরই ভিতরে থাকা ২/৩ শ্রমিক ভবনের পিছন দিকে জলাশয়ে লাফ দিয়ে পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি