স্টাফ রিপোর্টার: মেয়েদের অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে উন্নয়ন প্রকল্পে এগিয়ে এলো প্ল্যান বাংলাদেশ। মেয়ে ফুটবলার প্রতিভা অন্বেষণের পর তাদের উন্নত প্রশিক্ষণে সহায়তা করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাশে দাঁড়িয়েছে সংস্থাটি। গতকাল রোববার থেকে এ প্রকল্প শুরু হয়েছে। দেশের প্রত্যেক জেলা থেকে ৩০ সদস্যের একটি করে দল তৈরি করা হবে। এরপর সাতটি বিভাগে প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেক বিভাগের অধীনে দুটি করে দল বের করে আনা হবে। তাদের আরও উন্নত প্রশিক্ষণ দিয়ে চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত করা হবে।
তিন বছরের জন্য বাফুফেকে প্ল্যান বাংলাদেশ এক কোটি ৭০ লাখ টাকা দিয়েছে এ প্রকল্পে। সংগঠনটির ডিরেক্টর দেবাশীষ সাহা বললেন, আসলে আমরা শুধু ফুটবলার অন্বেষণেই কাজ করবো না। নারীদের মানসিকভাবে এগিয়ে নিতেও উন্নত প্রশিক্ষণ দেয়া হবে।