মেহেরপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলে মুজিবনগর চ্যাম্পিয়ন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে দুটিতেই মুজিবনগর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল রোববার অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুজিবনগর উপজেলা দল যতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে গাংনী উপজেলা দল জোড়পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

একই মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রথমে সদর উপজেলা দল রামদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুজিবনগর উপজেলা দল ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-১ গোলে ড্র করলে তা টাইব্রেকারে গড়ায়। মুজিবনগর উপজেলা দল ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে সদর উপজেলা দল রামদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলা শেষে মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।