স্টাফ রিপোর্টার: ভারতে পাচারের সময় নারী-শিশুসহ ২৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। গতকাল রোববার বিকালে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটকদের বাড়ি মাদারিপুর, খুলনা, গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। খুলনা-২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তায়েফ উল হক বলেন, অবৈধভাবে ভারতে পাঠানোর সময় পুটখালি বিজিবি ক্যাম্পের টহলদল চরেরমাঠ নামক জায়গা থেকে তাদেরকে আটক করে। এদের মধ্যে বারোজন পুরুষ, দশজন নারী এবং চারজন শিশু রয়েছে।