খবর: (আলমডাঙ্গায় তিন দিন ধরে আটকে রেখে স্কুলছাত্রী ধর্ষণ)
মানুষ নামের পশুগুলো
কী সব কাণ্ড করে,
ভাবতে গেলে থরথরিয়ে
গা পুড়ে যায় জ্বরে।
পশু জবাই পাঠা বলি
মনের পশু যায় না,
এই পশুদের জনম জনম
বাঘ ভালুকে খায় না।
মানুষ পশু মরবে কবে
সুস্থ হবে নারী,
ধুয়ে মুছে যাবে খারাপ
নোংরা কেলেঙ্কারি।
-আহাদ আলী মোল্লা