ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত : সড়ক অবরোধ : বাস ভাঙচুর : দু ঘণ্টা যানচলাচল বন্ধ

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বাস ভাঙচুর, টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রোববার সকাল ১০টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার যশোর-ঝিনাইদহ মহাসড়কের রঘুনাথপুর নামক স্থানে যশোর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী এমকে পরিবহন বাইসাইকেলযোগে আসা স্কুলছাত্র আল-আমিনকে (১৪) চাপা দিলে ঘটনাস্থলে সে নিহত হয়। এ সময় লালচাঁদ নামের অপর একছাত্র গুরুতর আহত হয়। পুরাতন কসবার আব্দুল কাদেরের ছেলে আল আমিন। আহত ছাত্রকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে। দুপুর ১২টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সড়কে গতিরোধক তৈরির আশ্বাস দিলে যানচলাচল স্বাভাবিক হয়।