চুয়াডাঙ্গায় ১৯ সেপ্টেম্বর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

 

আগামী ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রথম আলোর উদ্যোগে চুয়াডাঙ্গায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেয়া হবে। ওই দিন সকাল ন’টায় চুয়াডাঙ্গা শ্রীমান্ত টাউন হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

চুয়াডাঙ্গা জেলায় চলতি বছরে এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদেরকে সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি জানান, যারা নিবন্ধন করেছে তাদেরকে ১৯ সেপ্টেম্বর সকাল ন’টার মধ্যে অনুষ্ঠানস্থলে আসতে বলা হয়েছে। তবে যারা কোনো কারণে এখনও নিবন্ধন করেনি তাদেরকে ০১৭১৩৪০০৬৯৫ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। -বিজ্ঞপ্তি।