চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের জেলা পর্যায়ের খেলা উদ্বোধনী খেলায় রুইথনপুর ও আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জয়লাভ

 

ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের জেলা পর্যায়ের খেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দীন আহম্মেদ। উদ্বোধনী দিনে বালক বিভাগে আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের রুইথনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ১(৩)-১(১) গোলে জীবননগর সুবলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।

অপর খেলায় বালিকা বিভাগে জীবননগর উপজেলার  আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে আলমডাঙ্গা উপজেলার গোয়ালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা চিৎলা ইউপি চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, বাড়াদী ইউপি চেয়ারম্যান তোবারক হোসেন, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।