বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার বড়শলুয়া গ্রামে পিতার সাথে ট্রাক্টরের তেল কিনে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ৫ বছরের শিশু জীবনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একমাত্র ছেলের মৃত্যুতে পরিবারজুড়ে নেমে আসে শোকের মাতম। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে।
জানা গেছে, আজ সকালে কাজের সন্ধানে বের হওয়ার জন্য গতকাল সন্ধ্যা ৬টার দিকে ট্রাক্টরের তেল কেনার জন্য চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের ট্রাক্টরচালক আব্দুল মালেক ট্রাক্টর নিয়ে গ্রামের বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় পিছু নেই শিশু ছেলে জীবন। ছেলের বায়না রাখতে মালেক ট্রাক্টরে তুলে নেয় একমাত্র ছেলে জীবনকে। তেল কিনে বাড়ি ফেরার পথে গ্রামের মসতলা মসজিদের সামনে পৌছুলে ঝাকুনিতে ট্রাক্টর থেকে ছিটকে নিচে পড়ে যায় জীবন। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই ট্রাক্টরের পেছনের চাকা জীবনের মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় জীবনের। একমাত্র ছেলে জীবনের মৃত্যুতে মালেকের পরিবার নেমে আসে শোকের মাতম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্রামের ভাঙাচুরা রাস্তায় ট্রাক্টরটি চলার সময় ঝাঁকুনিতে হাত ফঁসকে জীবন নিচে পড়ে যায়। ট্রাক্টরটি নিয়ন্ত্রণ আনার আগেই জীবনের মৃত্যু ঘটে। এদিকে পিতার কাঁধে সন্তানের লাশ কোনোভাবেই নিজেকে বোঝাতে পারছে না মালেক। উল্লেখ্য, মালেক আলমডাঙ্গা মুন্সিগঞ্জের জনৈক হেলালের ট্রাক্টর এলাকায় নিয়ে এসে চাষাবাদের কাজ করতো। এ রিপোর্ট লেখা পর্যন্ত জীবনের দাফন প্রক্রিয়া চলছিলো বলে স্থানীয়রা জানায়।