গাংনীর সাহারবাটি থেকে বোমা উদ্ধার

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি গ্রাম থেকে ১টি বোমা উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় একটি ধানক্ষেত থেকে বোমাটি উদ্ধার করেন গাংনী থানার এসআই আবু জাফরসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।

এসআই আবু জাফর জানিয়েছেন, সাহরবাটি গ্রামের সুলতান মিয়ার ধানক্ষেতের পাশে পাট কাঠির মধ্যে বোমাটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাল টেপ দিয়ে মোড়ানো  বোমাটি উদ্ধার করে বালি পানি ভর্তি পাত্রে রাখা হয়েছে। বোমাটি শক্তিশালী প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে কারা কেন এটি ফেলে রাখে সে বিষয়ে এখনও জট খোলেনি।