স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের চর শ্যামনগর এলাকায় স্বামী নুরুল ইসলামের হাতে গৃহবধূ আমেনা বেগম (২৫) খুন হয়েছেন। শনিবার দুপুর ৩টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, সকালে পারিবারিক কলহের জের ধরে বাকবিতণ্ডার একপর্যায়ে স্বামী নুরুল ইসলাম গৃহবধূ আমেনা বেগমকে বেধড়ক মারপিট করে। এতে ঘটনাস্থলেই আমেনা বেগম মারা যান। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।